Chairman's Message

প্রযুক্তির কল্যাণে সারা বিশ্বই আজ একটি গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করলে যেকোনো প্রান্তিক মানুষও আজ হয়ে উঠতে পারে বিশ্ব নাগরিক। এজন্য প্রয়োজন শিশুকাল থেকে মান সম্মত শিক্ষার পাশাপাশি প্রযুক্তির জ্ঞান। শিক্ষার্থীদেরকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা দানের মাধ্যমে দেশের জন্য মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে শাহাবুদ্দিন মোরিয়াল স্কুল এন্ড কলেজ। শিক্ষার্থীদেরকে সততা, ন্যায়পরায়ণতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে দক্ষ জনশক্তির মানবিক মানুষরূপে গড়ে তোলাই হবে এই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য।
আপনারা জানেন, আমার পিতা মরহুম শাহাবুদ্দিন মাস্টার ছিলেন সার্বিক বিচারেই একজন আদর্শ শিক্ষক। তিনি তাঁর সারাটি জীবন উৎসর্গ করেছেন মানুষ গড়ার কারিগর হিসেবে। তিনি চেয়েছেন এলাকার শিশুরা মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে দেশের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। তাঁর মনের অসম্পূর্ণ স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করতে সংকল্পবদ্ধ। এজন্য আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
গ্রুপ ক্যাপ্টেন শেখ মোঃ শফিকুল ইসলাম, পিএসসি (অব:)